রাজলক্ষ্মী মৌসুমী-এর কবিতা ” সুখ পাখী “
” সুখ পাখী ”
রাজলক্ষ্মী মৌসুমী
সুখ তুমি কোথায়?
দেখো দুঃখ কিন্তু ছায়ার মতো পিছু পিছু থেকে কষ্টকেও হাতছানি দিয়ে ডাকে।
তোমাকে সবাই চায় তাই বলে কী তোমার এত অহংকার?
যদি তোমায় কেমিক্যাল মাখানো ফলের মতো রেখে দিতে পারতাম। যদি সুখ, ভালোবাসা দোকানে কেনা যেতো, তাহলে হয়তো ধনী লোকের সুখ বেশী আর গরীব লোকের নাহয় একটু কম হতো। তবুও তো আমার দর্পনে প্রতিনিয়ত তোমায় অবলোকন করতে পারতাম। তাহলে বলো?
তুমি কী পারতে দূরে দূরে থাকতে?
সুখ দুঃখ গলাগলি দুই ভাই জানি তবে কেনো
এমনিতর রূঢ় ব্যবহার?
দুঃখ যদি না-ই থাকতো সুখের পরাগের লেপন কিন্তু
হৃদয়ে অনুভব হতোনা।
দুঃখের পরেই সুখ তাই তো বেঁচে আছি
নিরবধি।
এই ঘন বরষায় চলোনা সবাই
সুখের পাতাবাহার
রোপন করি তবুও যদি ধরা দেয়
এই প্রাণে।