রফিকুল নাজিম-এর কবিতা ‘রাঘববোয়ালের পরিণতি’
রাঘববোয়ালের পরিণতি
রফিকুল নাজিম
জলের তলে বোয়াল মিয়া
স্বঘোষিত এক রাজা,
ছোট্ট মাছের ছোট্ট ভুলেই
দেন যে ভীষণ সাজা।
হা করে সব গিলছেন একা
সব দাপিয়ে চলেন,
এ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা
গোঁফ নাড়িয়ে বলেন!
নদীর জলে মাছের রাজ্য
সবাই তাহার প্রজা,
জলে তাকে মানতেই হবে
না’হয় দেখান মজা।
টেংরা পুঁটি কৈ মাছেদের
পেটপুরে ঠিক খান,
তাই মাছেরা ভয়ে পালায়
বাঁচায় নিজের জান।
রাঘববোয়ালের অত্যাচারে
শিংমাছ দিলো ডাক,
জোটে মিলে বোয়ালটাকে
শাস্তিই দেয়া যাক।
খবর পেয়ে বোয়াল মিয়া
গোঁফ রাঙিয়ে আসে,
কার সাহসে এই প্রতিবাদ?
রাগে সে অট্টহাসে!
গিলেই খাবো পুঁচকে মাছ,
সাহস থাকলে দাঁড়া,
বোয়াল মিয়া হুমকি দিতেই
খাইলো উল্টো তাড়া।
তাড়া খেয়েই বোয়াল মিয়া
ওঠলো নদীর চরে,
রোদে পুড়ে বালুর ওপর
শুটকি হইলো মরে।
পলাশ, নরসিংদী।
০১৭১৬৩৮৩৪৩৮