যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি আরো খারাপ হবে : ট্রাম্প
মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :
যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আরো খারাপ রূপ নিতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডয়েচে ভলের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাননি বলেই মাস্ক পরার কথা বলেননি। এসময় যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি আরও খারাপ হবে বলেও জানান তিনি।
তিনি জানান, যুক্তরাষ্ট্রে প্রায় ৩৯ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গিয়েছেন এক লাখ ৪১ হাজার ৯৯২ জন।
ট্রাম্প এমন সময় এই কথা বললেন যখন, করোনার মোকাবিলায় ট্রাম্পের নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীয় দলের নেতা থেকে শুরু করে বিশেষজ্ঞরা।
তাঁরা দাবি করছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে করোনা নিয়ে ট্রাম্পের খামখেয়ালি নীতির প্রভাব পড়বে। এই অবস্থায় ট্রাম্প তাঁর আগের মত থেকে সম্পূর্ণ সরে এলেন।