সৈয়দ খিজির হায়াত-এর কবিতা ‘হৃদয় তো আকাশ নয়’
প্রকাশিত হয়েছে | ১৪:৫৫, আগস্ট ০৬, ২০২০
www.adarshabarta.com
হৃদয় তো আকাশ নয়
সৈয়দ খিজির হায়াত
মৃত্যু
কত কঠিন।
বছর ঘুরতে না ঘুরতেই
সহজ হয়ে গেল
এত সহজ
নদীর জলের মত তরল
পেঁজা তূলার মত বাতাসে ভাসছে
ভারহীন অনর্গল।
আর্শিতে দেখা শত মূখ
অধরা অচেনা হয়ে যাচ্ছে
অস্পষ্ট আবছায়ায় ঢেকে দিয়ে দুচোখ
ফেরারী আলোকিত কত যে সুহৃদ স্বজন
নিরবে একাকী নির্জনে “আলেয়া” ও
আলেয়া এখন।
উজ্জা উঠেছে, সারি সারি মৃত লাশ
ভেসে যাচ্ছে, বিলীন হচ্ছে ছুঁড়ে ফেলে
স্মৃতির মলাট।
শোক, কষ্ট কঠিন পাথর
আর কত বল দেখি
সাজায়ে সাজায়ে রাখি, ক্ষুদ্র পরিসর।
হৃদয় তো আকাশ নয়
অতলান্ত অসীম সাগর।