কামরুল ইসলাম বুলবুল-এর কবিতা ‘গ্রামের মহিমা’
গ্রামের মহিমা
কামরুল ইসলাম বুলবুল
এইখানে হাসে তরু এইখানে ফুল,
এইখানে গানে গানে পাখি মশগুল!
এইখানে আলো-বানে প্রভাত হাসায়,
বিকশিত মন নিয়ে পুলকে ভাসায়!
এইখানে প্রভাতের বেলা মধুময়,
এইখানে রোদালোয় ফুল কথা কয়!
পাখিদের গান আর ফুলের বাহার,
আলো ঝলমল করে সারাটি নাহার।
এইখানে দুপুরের তরু-কলতান,
মধুমাখা-সমীরণ কাড়ে মন-প্রাণ!
এইখানে আলোড়নে বিকালের ক্ষণ,
পরম পুলকে খেলে শিশুরা যখন!
আনন্দ আবেগে দ্রুত নেমে আসে সাঁঝ,
দিবসের সবি ঢাকে নিশীথের ভাঁজ।
আলোকিত আবিরের খেলা চলে রোজ,
বিলাসিনী চাঁদমামা সদা রাখে খোঁজ!
অযুত নিযুত তারা জেওর নিশির,
ঘুম ভাঙ্গে রোজ প্রাতে আবেগী শিশির!”
কামরুল ইসলাম বুলবুল
গ্রাম: গোয়ালজুর, উপজেলা: কানাইঘাট সিলেট।