প্রচ্ছদ

অনলাইনে এনআইডিসেবা চালু: মহাপরিচালক

  |  ১৫:০৭, এপ্রিল ২৭, ২০২০
www.adarshabarta.com

আদর্শ বার্তা ডেস্ক :

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম
দেশে করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে সরকারি ছুটির মধ্যে এসএমএস, অনলাইন ও অন্যান্য মাধ্যমে এনআইডি সেবা পাওয়া যাবে। বললেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

আজ সোমবার দুপুরে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

সাইদুল ইসলাম বলেন, বৈশ্বিক মহামারিতে আক্রান্ত সারা দেশ তথা বিশ্ব। এই সংকটময় পরিস্থিতিতে এনআইডি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইন সেবা চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই সেবা পেতে https://services.nidw.gov.bd লগইন করতে হবে।

এছাড়া এসএমএস, অনলাইন ও অন্যান্য মাধ্যমে সেবা পাওয়া যাবে।

যেসব সেবা পাওয়া যাবে তা নিম্নে উল্লেখ করা হল-

জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ (ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু এনআইডি কার্ড পাননি), জাতীয় পরিচয়পত্র সংশোধন, জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ, নতুন ভোটার নিবন্ধন, হারানো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন ও এসএমএস সেবা।

মহাপরিচালক আরও বলেন, ভোটার হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাননি, এমন ব্যক্তিরা অনলাইনে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে এনআইডি’র কপি সংগ্রহ করতে পারবেন। সরকারি সাধারণ ছুটি বা লকডাউন উঠে গেলে পরবর্তীতে মূল কপি দেয়া হবে।

মোবাইলের এসএমএসের মাধ্যমে এনআইডি নম্বর পাওয়ার পদ্ধতি: nid লিখে 105 প্রেরণ করতে হবে। ফিরতি SMS এর মাধ্যমে NID নম্বর প্রেরণ করা হবে। উদাহরণ: 105 এ প্রেরণ করুন nid

nid XXXXXXX 24-08-1992

গত ২ মার্চ ২০২০ সর্বশেষ হালনাগাদকৃত ভোটার তালিকা প্রকাশিত ৬৯ লাখ ৫৮ হাজার ৩৪১ জন নতুন নিবন্ধিত ভোটারের মধ্যে যারা কার্ড পাননি তারা তাদের নিবন্ধন ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। পরে বায়োমেট্রিক যাচাই শেষে এনআইডি কপি বা নম্বর পাবেন তারা। তবে দ্বৈত ভোটার হলে এনআইডি কপি বা নম্বর পাওয়া যাবে না।

এছাড়া যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এনআইডি কার্ড পাননি তারা https://services.nidw.gov.bd ওয়েব সাইটে ‘অন্যান্য তথ্যের’ ট্যাবে গিয়ে NID নম্বর লিংকে Form নম্বর ও DOB (Date of Birth) দিলে আবেদনকারীর NID নম্বর পাবেন।

যারা NID নম্বর পেয়েছেন তারা online portal এ NID এর তথ্য ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে online portal এ login করতে পারবেন। login এর পর আবেদনকারী ফরমের এন্ট্রিকৃত সকল ডাটা দেখতে পারবেন। রেজিস্ট্রেশনকৃত ব্যক্তি যদি পূর্বে কার্ড না পেয়ে থাকেন তিনি চাইলে পোর্টাল হতে NID copy সংগ্রহ করতে পারবেন।

কোনো ব্যক্তি যদি জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেন অথবা সংশোধন করতে চান তবে তিনি প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত করে online এ আবেদন করতে পারবেন। online এ আবেদনকারী NID কার্ডের আবেদনের বর্তমান অবস্থান জানতে পারবেন। আবেদনকারী sms পাবেন এবং portal হতে পুনরায় NID copy সংগ্রহ করতে পারবেন।

এছাড়া যেসব যোগ্য নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, তারা অনলাইনে (https://services.nidw.gov.bd) ঠিকানায় ভোটার নতুন নিবন্ধনের আবেদন করে রাখতে পারবেন। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট থানা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসে এসে বায়োমেট্রিক দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন।

রোজায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের হেল্প লাইন কল সেন্টারে ১০৫ নম্বরে ফোন করে সেবা পাওয়া যাবে।

সুত্র: আরটিভি অনলাইন