প্রচ্ছদ

‘রিয়ার এডমিরাল মাহবুব আলী খান ছিলেন একজন নিভৃতচারী দেশপ্রেমিক’

  |  ০৯:০০, আগস্ট ০৯, ২০২০
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

নৌবাহিনীর সাবেক প্রধান ও ভাষা সৈনিক রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চ্যুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮আগস্ট) সৌদিআরব মাহবুব আলী খান স্মৃথি সংসদের আয়োজনে এই স্মরণসভা অনুষ্টিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব।

মাহবুব আলী খান নৌবাহিনীর প্রধান থাকাকালে দেশের জন্য তার বিভিন্ন অবদানের কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য আহমদ আলী মুকিব বলেন, মাহববু আলী খান দায়িত্বে থাকাকালে সুন্দরবন ডাকাতমুক্ত হয়। এছাড়া বাংলাদেশের নৌসীমা রক্ষায় দেশের স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে তিনি ব্যবস্থা নিয়েছেন।

রিয়ার এডমিরাল মাহবুব আলী খান ছিলেন একজন নিভৃতচারী দেশ প্রেমিক ও অনুকরনীয় ব্যক্তিত্ব। তাঁর জীবনের অনেক গুলো দিক এখনো অজানা। নতুন প্রজন্মের কাছে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের জীবন ও কর্ম তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন তিনি। মরহুম মাহবুব আলী খানের রুহের মাগফেরাত ও তাঁর পরিবারসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ এবং দেশের মানুষের সার্বিক মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব আহমেদ আলী মুকিব।

সভাপতিত্ব করেন টিপু সুলতান,বিশেষ অথিতি হিসাবে উপস্হিত ছিলেন সৌদিআরব বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান তপন,সহসভাপতি ,কেফায়েত উল্লা কিসমত,মুহাম্মদ আলি,এরসাদ আহমেদ, এ কে আজাদ, রফিকুল ইসলাম, ফয়সল আমিন.ইউকে যুবদলের সভাপতি রহিম উদ্দীন,আহমদ সাদিক প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলী খান স্মৃথি সংসদ ইউরোপ সাধারন সম্পাদক আবেদ রেজা।

আরোও বক্তব্য রাখেন, ফয়েজ আলম তালুকদার, শেখ মুস্তাক আহমেদ,কামাল খান,শহিদুল ইসলাম আমিন তালুকদার, নজরুল ইসলাম, তউফিক হাসান,নাজমুল ইসলাম প্রমুখ।