প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা ‘আগষ্ট এলে’

  |  ১৮:২৯, আগস্ট ১৪, ২০২০
www.adarshabarta.com

আগষ্ট এলে

সুফিয়ান আহমদ চৌধুরী

আগষ্ট এলে প্রিয় নেতা কাছাকাছি
মনে পড়ে একাত্তরে ঐ কাছে আছি।

ত্যাগী নেতা বীর বাঙালির গর্ব তিনি
সারা জীবনটা করেছেন সংগ্রাম যিনি।

মানচিত্র পতাকায় তো তাঁর আছে ঘাম
ইতিহাসে চিরদিন অমর স্বর্ণালি যে নাম।

শেখ মুজিব বঙ্গবন্ধু প্রিয় নেতা বুকে বুকে
লড়েছেন জীবনে ফুটাতে হাসি মুখে মুখে।

আগষ্টের পনর তারিখ ভোরে নেতা খুন
নেতা আছেন ঠাঁই বুকে কীর্তি গাঁথা গুণ।

চারদিক হয় খাঁ খাঁ আহা! নিঝঝুম কী যে
শুনে চোখ থেকে ঝরে জল চোখ ভিজে।