জার্মানিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভূঁইয়া
মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :
জার্মানিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। সাবেক সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূঁইয়াকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের গত ৩ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসর নেন মোশারফ হোসেন ভূঁইয়া। এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
মোশারফ হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি।