সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা ‘ছন্দের নূপুরের ঝংকার’
প্রকাশিত হয়েছে | ১৬:১৮, সেপ্টেম্বর ০৪, ২০২০
www.adarshabarta.com
ছন্দের নূপুরের ঝংকার
সুফিয়ান আহমদ চৌধুরী
ভাবনায় জড়িয়ে আজকাল মন ভাবুক
জীবনের চলার লগ্ন যেন কি এলোমেলো
ঝরা পাতার শব্দ বাজে কানে করুণ সুরে
পাখির কলকাকলি থেমে গেছে আনন্দের
পাখির জীবন যেন হঠাৎ ওলট পালট হয়
রঙের দিনগুলো গেলো কিভাবে হারিয়ে
ভাবতে গেলে মন কাঁদে বোবা কান্নায় কি
শৃঙ্খলা জীবনে কি আসবে আবার ফিরে?
চোখে ঝাপসা লাগে চারদিক— চারপাশ
মনটা কেমন তো উদাসি—বাউলা জীবন
জীবনে আসুক ছন্দের নুপুরের ঝংকার।