কাজী মহিউল ইসলাম-এর কবিতা ‘সব দোষ পীরহানার’
প্রকাশিত হয়েছে | ১৮:২৯, সেপ্টেম্বর ১২, ২০২০
www.adarshabarta.com
সব দোষ পীরহানার
কাজী মহিউল ইসলাম
মাছে-ভাতে বাঙালির
এ কি দশা হায়!
রূপচাঁদা মাছ ভেবে
“পীরহানা” খায়।
রকমারি দেশি মাছ
সকলেই চেনে,
দেশি মাগুর মনে করে
‘আফ্রিকান’ কেনে!
বিধাতার দেয়া রঙ
পাল্টিয়ে ফেলে,
বেচে ওরা বিষ-মাখা
রুই , পোয়া, বেলে।
আফ্রিকান মাগুরেরা
চোখে দেয় ধুলো
তার সাথে পিরহানা,
‘রাঙা মাছ’ গুলো!
নিয়মিত ঠকে যায়
মাছে-ভাতে বাঙালি,
দেশী মাছের স্বাদ পেতে
ওরা বড় কাঙালী।
সব চেয়ে বড় দোষী-
কালো মাগুর,পিরহানা;
কারা যে আসল দোষী
রয়ে যায় অজানা!
লেখক: পরিবার পরিকল্পনা অধিদফতরের সাবেক মহাপরিচালক।