নাইন ইলেভেনের নিহতদের স্মরণ নিউইয়র্কে শ্রদ্ধা ও ভালোবাসায়
মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :
শ্রদ্ধা ও ভালোবাসায় নাইন ইলেভেনের নিহতদের স্মরণ করলো নিউইয়র্ক। শুক্রবার নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে উপস্থিত হয়েছিলেন নিহতদের পরিবার, রাজনীতিবীদ আর ব্যাগপাইপাররা। এই দিন নিউইয়র্ক হারিয়েছিলো তার সন্তানদের। তাই করোনার মধ্যেও অনাড়ম্বরভাবে পালিত হলো ভয়াল নাইন ইলেভেন।
লোয়ার ম্যাহাটনের সেপ্টেম্বর নাইন ইলেভেন ম্যামরিয়ালে সকল অনুষ্ঠান পালিত হয় যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে। উপস্থিত গুটিকয়েক রাজনীতিবীদ নিহতদের শ্রদ্ধাপ্রদর্শন করেন। প্লাজার মধ্য থেকে আবাারও পড়ে শোনানো হয় ১৯ বছর আগে নিহতদের নাম। এই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন না। কিন্তু উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তারা সকলেই ম্যামরিয়াল রিবন আর ল্যাপেল পিনের বাইরে মাস্ক পরেছিলেন। তারা কেউ কারও সঙ্গে হাত না মিলিয়ে কনুইতে কনুই ধাক্কা দিয়ে অভিবাদন জানান। জাতীয় সঙ্গীতও গাওয়া হয় ৬ ফিট দূরত্ব রেখে।
১৯ বছর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ৪টি ছিনতাই করা প্যাসেঞ্জার জেট নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড প্রেড সেন্টার ও পেন্টাগনে হামলা করা হয়। ওই দিনের সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশিসহ ৭৮ দেশের ২ হাজার ৯৯৬ জনের মৃত্যু হয়। যার ২ হাজার ৭০০ জনই নিউইয়র্কে মারা যান। এছাড়া আহত হয়েছিলেন ১০ হাজারের অধিক মানুষ।