প্রচ্ছদ

১৫ হাজার অ্যাপার্টমেন্ট খালি ম্যানহাটনে রেকর্ড

  |  ১০:০৬, সেপ্টেম্বর ১৪, ২০২০
www.adarshabarta.com

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে দিন দিন খালি হচ্ছে অ্যাপার্টমেন্ট। গত আগস্ট মাসেই ম্যানহাটনে ১৫ হাজার ২৫টি অ্যাপার্টমেন্ট খালি হয়েছে। গত ১৪ বছরে এ ধরনের বাড়ি খালির রেকর্ড এটি। কোভিড মন্দায় শহরটি ছেড়ে বাসিন্দারা অন্যত্র চলে যাওয়ায় এ নজির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

HERNANDEZ REALTY ফার্মের প্রেসিডেন্ট Carlos Hernandez বলেন, মন্দার কারণে অনেকেই শহরটি ছেড়ে চলে যাচ্ছে। কারণ বাড়ি ভাড়া দেওয়া তাদের জন্য এখন কঠিন হয়ে পড়েছে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে। এই বছর আগের চাইতে গত আগস্টে নতুন ভাড়াটিয়া কমেছে ২৪ শতাংশ। গড়ে অ্যাপার্টমেন্ট ভাড়া মাসে ৪ শতাংশ অর্থাৎ ৩ হাজার ৩৬৩ ডলার কমেছে। ভাড়া দেওয়ার বিজ্ঞাপন বেড়েছে ১৬৬ শতাংশ।

Carlos Hernandez বলেন, কোভিড ভাইরাসের কারণে মানুষের আয় কমে যাওয়ায় ম্যানহাটনে বেশি খরচ দিয়ে জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। তাই অনেকে নিউ জার্সি যুক্তরাষ্ট্রে ত্রসে বাসা ভাড়া খুজছেন। গত কয়েক বছর ধরেই সাশ্রয়ের দিকে ঝুঁকছে মানুষ। বড় বড় অ্যাপার্টমেন্ট খালি পড়ে আছে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে ।সস্তায় ভাড়া দিলেও ভাড়াটিয়া মিলছে না।

নানা ধরনের সুবিধা দিয়েও ভাড়াটিয়া ধরে রাখতে পারছেন না বাড়ির মালিকরা। বেকারত্ব বেড়ে যাওয়ায় এবং জীবনযাত্রার ধরন পাল্টে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক কলেজছাত্র তাদের অভিভাবকের কাছে ফেরত গেছে। বেকার ভাড়াটিয়ার সংখ্যা দ্বিগুণ হয়েছে।