পার্থ সারথী চৌধুরী-এর কবিতা ‘আমার স্ত্রী’
আমার স্ত্রী
পার্থ সারথী চৌধুরী
আমার স্ত্রী এই চল্লিশোর্ধ্ব ছুঁই ছুঁই
পঞ্চাশেও বেশ আকর্ষণীয়া
পরমা সুন্দরী না হলেও তার ঠুল পড়া হাসি
নজর কাড়ে সহজে।
আর এনিয়ে তার গর্ব
ভারতীয় নায়িকারা নাকি হাপিত্যেস করে
এর জন্যে
দুর্ভাগ্য আমার আমি কেবল তার ভয়ংকর
সুন্দরই দেখি
ঠুলপড়া সুন্দর আমার চোখ এড়িয়ে যায় অনায়াসেই।
আমার কি দোষ ?
এক বিয়ের রাতে আমি দেখেছিলাম
তিলোত্তমাকে
অসংখ্য তারাকে একে একে ধরে
পুঁতেছিলাম মাটিতে।
সময় নাকি ফিকে হয়ে যায় সময়ে
আমি স্মারক ধরে রেখেদিয়েছি ।
ইদানীং
আমার স্মৃতিগুলো বড় দুর্বল
করোনার করুণায় কি না জানিনা
বিষন্নতায় আলপনা আকে।
ডার্কলেডীর রহস্য তো তিনিও ভেদ করতে
পারেন নাই
ভয়ংকর বলেই তো সুন্দর
আমি কোন ছার ?