প্রচ্ছদ

কানাডায় স্পন্সর ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

  |  ১৪:২৪, সেপ্টেম্বর ২৬, ২০২০
www.adarshabarta.com

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

কানাডার নাগরিক কিংবা স্থায়ী বাসিন্দাদের স্বামী বা স্ত্রীকে স্পন্সর করে কানাডায় নিয়ে আসার আবেদনপত্র (স্পাউজাল অ্যাপ্লিকেশন) দ্রুত নিষ্পত্তি করতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে ইমিগ্রেশন কানাডা।

অক্টোবর থেকে প্রতি মাসে ৬ হাজার আবেদনপত্র নিষ্পত্তি করা হবে। ডিসেম্বরের মধ্যে ৪৯ হাজার স্পাউজাল স্পন্সরশিপ আবেদন নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। ইমিগ্রেশন কানাডা ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে বর্তমানে স্পন্সরশিপ আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত রয়েছে। রিমোট পদ্ধতিতে ইন্টারভিউ নেওয়া শুরুর সিদ্ধান্ত নিয়েছে বলে ইমিগ্রেশন কানাডা জানিয়েছে।

ইমিগ্রেশন কানাডা এক ঘোষণায় জানিয়েছে, জমা হয়ে যাওয়া আবেদনপত্রগুলো দ্রুত নিষ্পত্তি করতে ৬৬ শতাংশ বাড়তি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এতে আবেদনকারীদের অপেক্ষার সময় কমে আসবে।