ট্রাম্পের টুইট হাসপাতাল থেকে
মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা :
ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, করোনা পজিটিভ হয়ে হাসপাতালে যাওয়ার পর তিনি খুব একটা ভালো বোধ করছিলেন না। তবে এখন তিনি অনেকটা ভালো।
তিনি চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা অবিশ্বাস্য কাজ করছেন, যা আমাকে আগের চেয়ে ভালো অবস্থায় নিয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট এও জানান, তার স্ত্রী মেলানিয়াও আগের চেয়ে ভালো আছেন।
ওয়াল্টার রীড মিলিটারি মেডিক্যাল সেন্টারে একটি ওভাল টেবিলের সামনে বসে কথা বলেন ট্রাম্প। যথারীতি তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা ছিলো। কিন্তু স্যুট পরিহিত ট্রাম্পের গলায় টাই ছিলো না।
ডোনাল্ড ট্রাম্প বলেন, রোগমুক্তির সর্বাত্মক চেষ্টা চলছে। আমাকে ফিরে আসতেই হবে, কারণ আমাদের দেশকে মহান হিসেবে গড়ে তোলার কাজ এখনও বাকি।
এর আগে ট্রাম্পের স্বাস্থ্য সম্পর্কে ব্রিফ করেন তার চিকিৎসকরা। ব্যক্তিগত চিকিৎসক ডা. সিন ডুলি বলেন, বিভিন্ন জন বিভিন্ন কথা বললেও, প্রকৃতপক্ষে ট্রাম্পের অবস্থা ভালো।
ডাক্তাররা জানান, ট্রাম্পের সামান্য জ্বর, কফ ও সর্দি আছে। ৪৮ ঘণ্টা আগে তাকে বিশেষ এন্টিবডি থেরাপি দেয়া হয়েছে।
ডা. সিন আরও জানান, ডোনাল্ড ট্রাম্পকে এক ডোজ রেমসিডিভির দেয়া হয়েছে। ডাক্তাররা মোট ৫ দিনের চিকিৎসা দেয়ার প্রস্তুতি নিয়েছেন।