অধ্যাপক ডঃ হারুন রশীদ-এর কবিতা ‘এক জিবি কষ্ট’
এক জিবি কষ্ট
অধ্যাপক ডঃ হারুন রশীদ
আমাকে এক জিবি কষ্ট দাও
প্রিয়তমা আমার
আমি তোমাকে দশ জিবি আনন্দ দেব,
আমাকে এক বুক দুঃখ দাও
আমি তোমাকে প্রাণ ভরে
সুখ দেব,
হৃদয় উজার করে
ভালোবাসা দেব।
কষ্ট আমার ভালো লাগে
কষ্টকে আমি ভালোবাসি
কষ্ট আমাকে জড়িয়ে থাকে;
ভালোবাসি মনোস্তাপকে
ভালোবাসার কষ্টকে,
যার স্থায়ী আবাস
হৃদয়ের কেন্দ্রস্থলে, মনের গভীরে।
যেখানে প্রবেশাধিকার সংরক্ষিত
কষ্টগুলো সেখানে বাসা বাঁধে,
অপেক্ষার প্রহর গুনতে থাকে
শুধু এবং শুধু তোমার জন্য;
কষ্ট নিয়ে আমি ভাবি
ভাবনাগুলো আমাকে কষ্ট দেয়
কষ্টগুলো আবার আমাকে ভাবায়।
নানা রঙের করোনাগুলো
আমার আশপাশে ঘুরে বেড়ায়,
নানা রুপ-রস-গন্ধে
করোনা কষ্টের নানা ধরন-
মুখোশ কষ্ট, স্যানিটাইজার কষ্ট,
কোয়ারান্টাইন অথবা
আইসোলেশনের কষ্ট,
স্বাস্থ্যবিধি অথবা
সামাজিক দূরত্বের কষ্ট;
এসবের কোনোটাই আমার
ভালো লাগার কষ্ট নয়।
আমার ভালো লাগে শুধু
তোমার জন্য অপেক্ষার কষ্ট,
তোমাকে পাওয়ার জন্য কষ্ট
তোমাকে পাওয়ার
অথবা না পাওয়ার কষ্ট,
ভালো লাগে-
পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে
বিভাজিত দ্বৈত আমির কষ্ট।
ভালো লাগে-
কাণ্টের অধিবিদ্যায় বিধৃত
অবভাস ও সত্তার দ্বৈতবাদ,
ইন্দ্রিয়গ্রাহ্য আমি আর
অতীন্দ্রিয় আমির দ্বৈত সত্তার
দার্শনিক বোঝাপড়ার কষ্ট।
লেখক: দর্শন বিভাগ চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়।