প্রচ্ছদ

বাইডেন সরকার গঠনে ‘ট্রানজিশনাল ওয়েবসাইট’ চালু করলেন

  |  ১৮:২৭, নভেম্বর ০৫, ২০২০
www.adarshabarta.com

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দোরগোড়ায় অবস্থান করা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন সরকার গঠনের প্রস্তুতি হিসেবে একটি ট্রানজিশনাল ওয়েবসাইট চালু করেছেন।

কোনো প্রার্থী যখন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন, তখন পরের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে প্রস্তুতি হিসেবে একটি ট্রানজিশনাল দল প্রস্তুত করেন। এ লক্ষ্যেই ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির।

ওয়েবসাইটে বলা হয়েছে, মহামারি থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বর্ণবৈষম্যমূলক অবিচার পর্যন্ত বহু সমস্যায় জর্জরিত যুক্তরাষ্ট্র। আর ট্রানজিশনাল দল এখন থেকেই সমস্যা সমাধানে প্রস্তুতি নেওয়া শুরু করবে, যেন দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন থেকেই কাজ শুরু করতে পারে।