প্রচ্ছদ

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা বিয়ে করছেন

  |  ১১:২৪, নভেম্বর ১২, ২০২০
www.adarshabarta.com

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

জাতীয় নির্বাচনে বিপুল ভোটে দ্বিতীয় দফায় জেতার পর গত মাসে বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বিয়ের কথা জানালেও এখনো তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন তিনি।

১১ নভেম্বর বুধবার দেশটির নিউ প্লাইমাউথ শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেসিন্ডা বলেন, আমাদের বেশ কয়েকটি পরিকল্পনা আছে। বিস্তারিতভাবে আয়োজনের আগে পরিবার ও বন্ধুদের তা জানানো দরকার।

৪০ বছর বয়সী জেসিন্ডা আরডার্ন ৪৪ বছর বয়সী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বাগদান করে রেখেছেন। এই দম্পতির দুই বছর বয়সী একটি কন্যাসন্তানও রয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় সাফল্য, ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর হতাহতদের পাশে থাকাসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জেসিন্ডা দেশ ও দেশের বাইরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

প্রধানমন্ত্রী জেসিন্ডা এর আগে বলেছিলেন তিনি ও গেফোর্ড সাধারণ নির্বাচনের আগে বিয়ে করবেন না। নির্বাচনের পর আজ ১১ নভেম্বর সুযোগ পেয়ে সাংবাদিকরা তার বিয়ের খবর জানতে চান।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১২ সালের একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে জেসিন্ডা আরডার্ন ও ক্লার্ক গেফোর্ডের প্রথম দেখা হয়েছিল। এরপর প্রেম থেকে পরিণয়। ২০১৮ সালের জুনে জেসিন্ডা প্রথম সন্তানের জন্ম দেন। পরে তিনি শিশুসহ নিউইয়র্কের জাতিসংঘের সম্মেলনেও যোগ দিয়েছিলেন।

বিশ্বের ইতিহাসে প্রধানমন্ত্রীর মতো পদে থেকে মা হওয়ার দ্বিতীয় ঘটনা ছিল এটা। প্রথমজন ছিলেন পাকিস্তানের দুবারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।