প্রচ্ছদ

অধ্যাপক ডঃ হারুন রশীদ-এর কবিতা ‘নিজেকে জান’

  |  ২১:৪০, নভেম্বর ১৩, ২০২০
www.adarshabarta.com

নিজেকে জান

অধ্যাপক ডঃ হারুন রশীদ

বললেন সক্রেটিস
‘নিজেকে জান’-
রচিত হলো জ্ঞানরাজ্যের
এক অমর বাণী,
উত্তম জীবনের সূত্র হয়ে উঠল তা
প্লেটোর সংলাপে-ইউটোপীয় ভাবনায়,
মূর্ত রূপে প্রতিফলিত হলো
এরিস্টটলের বাস্তববাদীতায়।
কিন্তু কেন জানতে হবে
প্রশ্ন জাগিয়ে তোল নিজেতে
নিয়োজিত কর নিজেকে
মানব সত্তার স্বরূপ উদঘাটনে,
এরপর মস্তিষ্কের কোষগুলোতে
প্রবাহ সৃষ্টি কর, অতঃপর
প্রবেশ কর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে,
প্রশ্নবানে জর্জরিত কর
নিজের আত্মসত্তাকে।
দেহ-মনে যোগাযোগ স্থাপন কর
ডেকার্টের শীর্ষক গ্রন্থীর সাহায্যে-
হয়তো বা পৌঁছে যেতে পার
মানব সত্তার স্বরূপের কাছাকাছি,
কিন্তু মানব চরিত্রের ভালো-মন্দ
সে-তো এক জটিল প্রসঙ্গ
মানুষ কি নিজেকে নিজে
তৈরি করে-
না কি পরিবেশ তাকে তৈরি করে
তার আদলে?
মানুষ কি মস্তিষ্কের সাহায্যে ভাবে
না কি মনের সাহায্যে ভাবে?
ফিরে যাও পুনরায়
সেই ধ্রুপদী প্রশ্নে-প্রসঙ্গে।
এবার নিজেকে জিজ্ঞেস কর
আসলেই কি পৃথিবীতে
ভালো মানুষেরা বাস করে,
ভালো-মন্দের কোনো
পরম মান আছে কি?
এর উত্তর পেয়ে যাবে সহজেই
পরিবেশ ও সমাজের মূর্ত বাস্তবতায়, আপেক্ষিকতায়,
আমি মানুষের হাবভাবে
চারপেয়ে জন্তু হিসেবে
নিজেতে প্রবেশ করে দেখেছি,
সেখানে বাস করে
ভালো-মন্দরূপী দ্বৈত সত্তা
যাতে দ্বন্দ্ব আছে, যা পরিবর্তিত-
রূপান্তরিত এক সময়ের সৃষ্টি।

(লেখক: দর্শন বিভাগ চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়।)