প্রচ্ছদ

ট্রাম্প অবশেষে পরাজয় স্বীকার করলেন

  |  ১৭:৫৭, নভেম্বর ১৫, ২০২০
www.adarshabarta.com

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা প্রতিনিধি:

মার্কিন নির্বাচনে প্রথমবারের মতো পরাজয় স্বীকার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, জো বাইডেন জয়ী হয়েছেন।

১৫ নভেম্বর রোববার এক টুইট বার্তায় পরাজয় স্বীকার করে নির্বাচনে ভোট গণনা নিয়ে আবারও ভিত্তিহীন অস্বচ্ছতা এবং কারচুপির অভিযোগ তোলেন তিনি। বলেন, পাতানো নির্বাচন হয়েছে, তাই সে (বাইডেন) জিতেছে। ভোট গণনায় কোনো পরিদর্শক বা পর্যবেক্ষককে অনুমতি দেওয়া হয়নি। কট্টর বামপন্থী বেসরকারি প্রতিষ্ঠান, ভুয়া এবং বোবা গণমাধ্যম ভোট কারচুপিতে অংশ নিয়েছে।

তার কিছুক্ষণ পর আরও দুটি টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমটিতে বলেন, পাতানো নির্বাচন। আমরা জয়ী হব। দ্বিতীয় টুইটে তিনি বলেন, সে (বাইডেন) শুধু ভুয়া গণমাধ্যমের চোখে বিজয়ী। আমি হার স্বীকার করিনি। আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। এটি একটি সাজানো নির্বাচন ছিল।

বাইডেনের কাছে ৭৪ ইলেকটোরাল কলেজ ভোট এবং ৫০ লাখ পপুলার ভোটে হেরেছেন ট্রাম্প। তার পরও পরাজয় মেনে নিতে নানা টালবাহানা করছেন তিনি।