নিউইয়র্কের গভর্নর কুমোর হুঁশিয়ারি – ভ্যাকসিন না দিলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
মোঃ নাসির, নিউ জার্সি, (আমেরিকা) প্রতিনিধি :
নিউইয়র্কবাসীকে সময়মতো করোনাভাইরাসের ভ্যাকসিন না দিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। সুষ্ঠু প্রক্রিয়ার ব্যত্যয় ঘটলে আইনগতভাবেই নিউইয়র্কবাসীর অধিকার সংরক্ষণ করা হবে।
গত ১৫ নভেম্বর রিভারসাইড চার্চে বক্তৃতাকালে গভর্নর কুমো বলেন, ব্লাক ও ব্রাউন কমিউনিটির জন্য ভ্যাকসিনের সমান অধিকার নিশ্চিত করতে বিতরণ ব্যবস্থায় পরিবর্তন না আনলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া ছাড়া কোনো উপায় থাকবে না।
তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিত কোনো পরিকল্পনা যেন ব্লাক ও ব্রাউন কমিউনিটিকে ভ্যাকসিন থেকে বঞ্চিত না করে। কোনোভাবেই এটা করতে দেওয়া হবে না। আইন অনুযায়ী এসব কমিউনিটির সমান সুরক্ষার অধিকার রয়েছে।
গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন ভ্যাকসিন বিতরণের পরিকল্পনা প্রকাশ করে। বিদ্যমান স্বাস্থ্য অবকাঠামো বিশেষ করে হাসপাতাল, ওষুধের দোকান ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রোভাইডারের উপর ভিত্তি করে এই পরিকল্পনা করা হয়। গভর্নর অ্যান্ড্রু কুমো ন্যাশনাল আরবান লীগ এবং এনএএসিপিতে যোগ দিয়ে এই পরিকল্পনার ব্যাপক সমালোচনা করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, এই পরিকল্পনায় ব্লাক ও ব্রাউন কমিউনিটির জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা হয়নি। বিদ্যমান অবকাঠামোয় কালার কমিউনিটিকে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা দেয়া হয় না। এ কারণেই তাদের একটি বড় অংশ ইতিমধ্যে করোনা মহামারিতে আক্রান্ত হয়েছে। এই অবকাঠামোয় কালার কমিউনিটি পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না পাওয়ায় অতিমাত্রায় করোনায় সংক্রমিত হয়। তাদের করোনা টেস্টিংয়ের হারও কমিয়ে দেয়া হয়। এখন সেই একই অবকাঠামোর হিসাব অনুযায়ী ভ্যাকসিন দিতে গেলে ব্লাক ও ব্রাউন কমিউনিটির বিশাল অংশ বঞ্চিত হবে। তাই ভ্যাকসিন বিতরণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে।
তিনি এসব সম্প্রদায়ের সবার মাঝে ভ্যাকসিন বিতরণের লক্ষ্যে পরিকল্পনা সম্প্রসারণের জন্য চার্চ, কমিউনিটি সেন্টার এবং অন্য স্থানীয় অবকাঠামোগুলোকে অন্তর্ভুক্ত করা ও তহবিল দেয়ার জন্য ফেডারেল পরিকল্পনায় পরিবর্তন আনার আহ্বান জানান।
কুমো বলেন, ‘ট্রাম্প প্রশাসন পরিকল্পনায় পরিবর্তন না আনলে এবং ভ্যাকসিন প্রদানের সমান সুযোগ না দিলে আমরা আমাদের আইনগত অধিকার প্রয়োগে বাধ্য হবো। নিউইয়র্কারদের সুরক্ষায় আমরা আইনী ব্যবস্থা নেবো।’ ন্যাশনাল আরবান লীগ এবং এনএএসিপি এই আইনি লড়াইয়ে যোগ দিবে।
এমনিতেই কুমোর উপর বিরক্ত প্রেসিডেন্ট। দীর্ঘ নীরবতা ভেঙে প্রেসিডেন্ট ট্রাম্প গত ১৩ নভেম্বর হোয়াইট হাউসে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, অ্যান্ড্রু কুমো ভ্যাকসিন ব্যবহারের নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত নিউইয়র্কে ভ্যাকসিন সরবরাহ করা হবে না।
ফেডারেল সরকারের ভ্যাকসিন সরবরাহ পর্যালোচনা করতে স্বতন্ত্র প্যানেল গঠনের মাধ্যমে কুমো রাজনীতি করছেন বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সাতটি স্টেট ভ্যাকসিন সরবরাহ পর্যালোচনায় স্বতন্ত্র প্যানেল ঘোষণা করলেও ট্রাম্প শুধু কুমোর নাম উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, একটি স্টেট তার জনগণকে তাৎক্ষণিকভাবে ভ্যাকসিন দিবে না, তাই আমরা ওই স্টেটকে শুরুতেই ভ্যাকসিন দিচ্ছি না।’
ট্রাম্পের এমন বক্তব্যে ক্ষিপ্ত অ্যান্ডু কুমো। তিনি বলেন, ট্রাম্পই ভ্যাকসিন রাজনীতির জন্য দায়ী। একটি জনমত জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ট্রাম্প ক্ষমতায় থাকাকালে ভ্যাকসিন আসছে এ কথায় স্টেটগুলোর একটি বড় অংশই আস্থা রাখতে পারছে না।
জাতীয় প্রতিটি জরিপেই দেখা গেছে, আমেরিকানরা বিশ^াস করে যে ট্রাম্পই অ্যাপ্রুভাল প্রসেস নিয়ে রাজনীতি করেছেন। সিএনএনের জরিপ অনুযায়ী- ৪৫ শতাংশ উত্তরদাতাই বলেছেন তারা ভ্যাকসিন নেবেন না। রিও রিসার্চের জরিপ অনুযায়ী-৪৯ শতাংশ বলেছে তারা ভ্যাকসিন পাবেন না। কায়সার ফ্যামিলি ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী- ৬২ শতাংশ উত্তর দাতা বলেছেন, তারা উদ্বিগ্ন যে ভ্যাকসিন নিরাপদ কি-না তা নিশ্চিত হওয়ার আগেই হোয়াইট হাউসের চাপে এফডিএ তা অনুমোদন দিতে পারে।