বাইডেনের ডব্লিউএইচও এবং প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার ঘোষণা
মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা :
ট্রাম্পের শাসনামলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে ঘোষণা দিয়ে বের হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। এ ছাড়া প্যারিস জলবায়ু চুক্তির বিষয়েও যুক্তরাষ্ট্র আগ্রহ দেখাননি ট্রাম্প।
প্রেসিডেনশিয়াল পরিবর্তনের সঙ্গে আবারো ডব্লিউএইচও এবং প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফেরা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, চীন সব আইনকানুন মানছে কি না, সেটা দেখতেই হবে। বাইরে থেকে তা সম্ভব নয় বলেই ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরবে আমেরিকা।
ডেলাওয়ারের উইলমিংটনে এক সাংবাদিক বৈঠকে বিষয়টি স্পষ্ট করে সদ্য নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট জানান, হোয়াইট হাউসে আসার প্রথম দিনই আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেবে আমেরিকা।