প্রচ্ছদ

মিজানুর রহমান মিজান-এর কবিতা “হৃদয় গহীনে বালুচর”

  |  ০৭:২১, নভেম্বর ২৪, ২০২০
www.adarshabarta.com

হৃদয় গহীনে বালুচর

মিজানুর রহমান মিজান

আজও আমার হৃদয় গহীনে বালুচর।
ধু ধু বালুচর।
আশা নিরাশার দোলাচলে
কেটে যায় বেলা।
আজও আমার হৃদয় গহীনে বালুচর।
ধু ধু বালুচর।
খেলা শেষে সঙ্গী হারা
ফিরে যাই বাড়ি
একলা একলা।
জীবনের হিসেব নিকেশ করে দেখি
আজও শুন্য
সে হিসেবের খাতা।
বাতায়নে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি
ভাবি কি করে হলো, শুন্য ফলাফল।
খেলা শেষে সঙ্গী হারা
ফিরে যাই বাড়ী একলা একলা।
আজ হদয় গহীনে বালুচর।
শুধুই ধু ধু বালুচর।
জীবনের হিসেব নিকেশ করে দেখি।
আজও শুন্য
সে হিসেবের খাতা।

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।