অকেয়া হক জেবু-এর কবিতা “মিষ্টি শীতের সকাল”
মিষ্টি শীতের সকাল
অকেয়া হক জেবু
খুব সকালে যখন –
আজানের ধ্বনি
মিশে যায় ধরায়
কিচিমিচি করে পাখিরা
ভোমরা করে গান,
শিশির ভেজা ঘাস আর
হালকা পবনে জুড়িয়ে
যায় দেহ মন প্রান।
তনুতে লাগে শীতের শিহরন
চারদিকে থাকে কুয়াশায় ডাকা,
রাখাল চলে চরণ ক্ষেত ধরে
গ্রামের পথ আঁকাবাকা।
গ্রামের সেই মেটো পথ ধরে
কৃষক যায় সোনাফলা মাঠে,
ডিঙি, কোষা,বৈঠা নিয়ে-
মাঝি থাকে বসে কেয়া ঘাটে।
এই দিকে কৃষাণীরা থাকে
ঘরোয়া কাজ ব্যাস্ত,
দলবেঁধে খেলা করে শিশুরা
পরে শীতের গরম বস্ত্র।
সাথে থাকে চিড়া মুড়ি
আর পিঠা পুলি ধুম,
মজার মজার পিঠার গন্ধে
কেড়ে নেয় মিষ্টি সকাল ঘুম।
পুষ্পে পুষ্পে ভরে যায় কানন
মাঝিমাল্লা টানায় পাল,
রসে,গন্ধে,আমেজ ব্যাস্ততায়
কেটে যায় মিষ্টি শীতের সকাল।