প্রচ্ছদ

কানাডায় পাটজাত পণ্যের রপ্তানির সুযোগ বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

  |  ১০:২৯, নভেম্বর ২৮, ২০২০
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নতুন নতুন বাজার খুঁজে পণ্য রপ্তানির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়নে রপ্তানি আয় বাড়াতে হবে। বর্তমানে কানাডায় এক বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা হয়। আমাদের রপ্তানি আয় অল্প, তাই নতুন পাটজাত পণ্য সেখানে রপ্তানি করবো আমরা। কানাডায় রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। দেশটির একটি প্রদেশে সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে পলিথিন। অতএব আমাদের পাটজাত পণ্য রপ্তানির সুযোগ বেড়েছে। শুধু কানাডা নয়, বিশ্বব্যাপী পাটজাত পণ্য রপ্তানির সুযোগ বেড়েছে।

আজ শনিবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর হোটেল আমারিতে ‘এক্সপোর্ট লঞ্চপ্যাড বাংলাদেশ’ প্রথম পর্বের ২৯ জন বাংলাদেশিকে ট্রেড প্রফেশনাল সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, করোনা অনেক ক্ষতি করেছে আমাদের। তবে ডিজিটালি সুযোগ বেড়েছে। এসএমই খাতে নারীরা এগিয়ে রয়েছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোয়া প্রেফনতেন, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের ডিরেক্টর হানি সালেম সম্বল, কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান, টিএফও কানাডার নির্বাহী পরিচালক স্টিভ টিপম্যান, অতিরিক্ত বাণিজ্য সচিব এ এইচ এম শফিকুজ্জামান ও নারী উদ্যোক্তা ইশরাত জাহান চৌধুরী প্রমুখ।