গ্রিসে আগামী সপ্তাহ থেকে লকডাউন প্রত্যাহার
আদর্শবার্তা ডেস্ক :
আগামী সপ্তাহ অর্থাৎ সোমবার (৪ মে) থেকে লকডাউনের কঠোরতা কমাতে যাচ্ছে ইউরোপের দেশ গ্রিস।
মঙ্গোলবার (২৮ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস এক বক্তৃতায় এক ঘোষণা দেন। খবর সিএনএনের।
করোনা ঠেকাতে নাগরিকদের চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সোমবার থেকে প্রত্যাহার করা হবে। তবে নিজ বাড়ি ছেড়ে আশেপাশের অঞ্চলে পরবর্তি দুই সপ্তাহ পর্যন্ত কাউকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে জানান তিনি।
বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান যেমন- বই, ইলেকট্রনিক, খেলাধুলার সরঞ্জামের দোকান এবং সেলুন খুলতে অনুমতি দেওয়া হবে। পাশাপাশি অন্যান্য খুচরা দোকান সমূহ আগামী ১১ মে থেকে খুলতে পারবে। তবে সব ধরনের শপিংমল জুনের ১ তারিখ থেকে চালু করার অনুমতি পাবে।
মহামারি করোনায় গ্রিসে এখন পর্যন্ত ২ হাজার ৫৬৬ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩৮ জন।
(অনলাইন সংগৃহিত)