নিরাপদ ও কার্যকর অক্সফোর্ডের করোনা টিকা
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি:
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা নিরাপদ ও কার্যকর বলে দাবি করেছেন গবেষকেরা। এছাড়াও এই টিকা করোনায় মৃত্যু কমিয়ে আনতেও সহায়ক।
ল্যানসেট মেডিকেল জার্নাল বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে। যদিও গবেষণায় ৫৫ বছরের কম বয়সীদের ওপর টিকাটি কার্যকর বলে জানা গেছে তবে এটি বয়স্কদেরও সুরক্ষা দেবে।
গবেষণায় প্রাপ্ত তথ্য বলছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা করোনাভাইরাস ছড়িয়ে পড়া কমাবে। সেই সঙ্গে অসুস্থতা ও মৃত্যু কমিয়ে আনবে।
যুক্তরাজ্যের এ টিকা চলমান করোনা মহামারী ঠেকাতে মূল ভূমিকা রাখতে পারে। অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত এই টিকা তুলনামূলক অন্যান্য টিকার চেয়ে সাশ্রয়ই, সহজে সংরক্ষণ এবং বিতরণ করা যায়।