সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা “বিজয় দিনে”
প্রকাশিত হয়েছে | ০৯:২৭, ডিসেম্বর ১০, ২০২০
www.adarshabarta.com
বিজয় দিনে
সুফিয়ান আহমদ চৌধুরী
রঙ তুলিতে আঁকছে খোকা
বিজয় দিনের ছবি
সেই ছবিতে উঠছে ভেসে
শ্যামল বরণ সবই।
সবুজ মাঠে পাকা ধান আর
গাছের ডালে পাখি
কাজল বিলে শাপলা হাসে
ডাহুক উঠে ডাকি।
ভোর বিহানে সূর্য্যি মামার
মনটা ছোঁয়া হাসি
ছুটছে রাখাল মাঠের পানে
হাতে মাদল বাঁশি।
গাঁয়ের বধূ কলসি কাঁখে
লাজুক পায়ে হাঁটে
খোকন সোনা রৌদ্রে বসে
মন দিয়েছে পাঠে।
বিজয় নিশান উড়ছে কেমন
বিজয় মিছিল যায়
বিজয় ব্যানার সামনে নিয়ে
জয়ের গান গায়।
সবুজ দেশে সবুজ শোভা
আনন্দে মন রাঙা
বিজয় দিনে খুশির বান
দেশটা কত চাঙা।
বিজয় দিনে দুঃখটা ভুলে
শ্লোগান কন্ঠে ধরে
মুক্তিসেনার বীর কাহনী
খুশিতে খোকা পড়ে।