প্রচ্ছদ

পার্থ সারথী চৌধুরী-এর কবিতা

  |  ১১:২৮, ডিসেম্বর ১৩, ২০২০
www.adarshabarta.com

কবিতা

পার্থ সারথী চৌধুরী

কবিতা লিখব বলে খাতা কলম নিয়ে
লিখতে বসেছি কবিতা। একথা সেকথা
কতই না কথা প্রতি ক্ষণে-ক্ষণে ভেসে উঠে
মনে
কি কথা লিখব কেমনে লিখিবো কবিতায় কথা।
শব্দের উপর শব্দ বসিয়ে শব্দের পসরা
সাজিয়ে
শব্দের পাহাড়ে পাহাড়ের গায়ে হয় কি
কবিতা লিখা?
মনের গহীনে লালিত সযতনে এমন
কোনো গান
ফিরে পাবে প্রাণ উঁকি দিবে হৃদয়ে নিদ্রিত
চোখে।
ওপাশেতে টুংটাং পানি ট‍্যাপে বহমান
চড়ুইয়ের ভাষা
এখন সকালবেলা রিক্সা ঢেলা চলে
সবজিওয়ালা বলে
‘তরকারি, তরকারি’। রাস্তায় হর্ণ বাজে
গৃহিনী রণসাজে
দিনের প্রস্তুতি হলো শুরু। সকাল নয়টা
বাজে
এখন চা খাবে তারপর নীচে যাবে, গৃহিনীর খবরদারি।
জীবন চলতে হবে চালিয়ে নিতে হবে
জীবনের দাবী।
জীবনের নাম কবিতা, জীবনেই লিখা
আছে কবিতা
খাতা কলম তুলে জীবন ভুলে কোথায়
সেই সুন্দর।