প্রচ্ছদ

এবিএম সালেহ উদ্দীন-এর কবিতা “শূন্যতার বিষাদে”

  |  ২২:০২, জানুয়ারি ৩১, ২০২১
www.adarshabarta.com

শূন্যতার বিষাদে

এবিএম সালেহ উদ্দীন

চলে যাওয়ার পর
আবার ফিরে আসি সেই ঘরে ।
শূন্যতার বিষাদে কাঁদে আসবাবপত্র
পুরনো আলমারি,
শো-কেচে সাজানো প্লেট-পিরিছ,থালাবাটি,
মেহগনি পাটাতন,শোবার ঘর, বারান্দায় কাঠের চেয়ার,
পাটি বিছানো খাঁটে পড়ে আছে শূন্য বালিশ ।
উঠোনের ওপাশে কবুতরের ফাঁকা ঘর
ম্রিয়মান বৃক্ষের ছায়ায় বিষাদ কান্না
শীর্ণ শাখায় বাজে বেদনার বাঁশী
নিস্তব্ধ রজনীতে অহর্নিশ কাঁদে ধরণী !
শূন্য কাছারি,স্মৃতিময় পুষ্পবাগান
কোলাহলহীন স্কুলঘর, মক্তব,মসজিদ
নির্বাক পুকুরজলে কলকল কান্নাধ্বনি
আগাছায় ভরা শেওলাপড়া খেলার মাঠ ।
মনে পড়ে কৈশোর
হারিয়ে যাওয়া বন্ধুজন
মগ্নকাতর বিষণ্ণতায় খুঁজে বেড়াই হারানো দিন ।
সহসা বেজে উঠবে বিদায়ের ঘন্টাধ্বনি
স্মৃতির নীলবেদনায় তাঁকিয়ে থাকে নিদ্রাহীন সাগরচোখ
শূন্যতার বিষাদে
দলামোচা হয়ে পড়ে আছে কবিতার খেরোখাতা ।
নক্ষত্রপুন্জের অচিন রাতে
ব্যাকুল বাতাসে ভাসে মোহনীয় সুর
দু’হাত বাড়িয়ে কা র যেন হাতছানি ।
কত ছবি,কত ছায়া
কত প্রীতি,কত মায়া
স্মৃতির কোলাজে
মুগ্ধতা ছড়ায়…
কিছু আলো,কিছু বাতাস
অনন্ত হিল্লোলে আপনজনের মতো
বাজায় আগমনী গান ।
তাই ত
সুবোধ বালকের মতো
সান্নিধ্যের আর্তনাদে
দাঁড়িয়ে থাকি
স্থিরনয়নে অবলোকন
করি অমৃত সমাহার
নিশীত প্রহরে ভেসে আসে
চিরায়ত মুখ
চোখ মেলে দেখি
ওদিকে
মা
দাঁড়িয়ে আছেন…