প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া “থেমেছে ব্যস্ত জীবন”

  |  ২২:৪৫, ফেব্রুয়ারি ১১, ২০২১
www.adarshabarta.com

থেমেছে ব্যস্ত জীবন

সুফিয়ান আহমদ চৌধুরী

ভয়ের ভীতি চারদিকে
বাইরে যেতে বারণ
করোনার ভাইরাস এলো
রোগটা হলো কারণ।

থেমেছে ব্যস্ত জীবনটা
থেমেছে আজ শহর
থেমেছে রাস্তার ওই কি?
সরব ব্যস্ত বহর।

থেমেছে পড়াও আজ যেন
নেইতো মন পাঠে
ভিড়ও নেই জমে থাকা
জমজমাট হাটে।

অফিস পাড়াও ফাঁকা কী যে
কর্মহীন কাজে
জীবন থামে দিশেহারা
মৃত্য ঘন্টা বাজে।

করোনার দাপটটা কত
চারদিকে ঘোর
দরজা এঁটে ঘরের ভেতর
কবে হবে ভোর?