চীনে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র
আদর্শবার্তা ডেস্ক :
জিনজিয়াং, তিব্বত কিংবা চীনের যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যুক্তরাষ্ট্র সেখানেই গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে যাচ্ছে। এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস।
তিনি বলেন, আমরা গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে দাঁড়াতে থাকব যতক্ষণ জিনজিয়াং, তিব্বত এবং চীনের অন্যান্য স্থানে মানবাধিকার লঙ্ঘিত হতে থাকবে। হংকং-এর স্বায়ত্তশাসন নষ্ট হতে থাকবে।
আমরা শক্তির অবস্থান থেকে প্রতিযোগিতার প্রিজমের মাধ্যমে চীনের কাছে যাবো।
প্রাইস টুইটে বলেন, কোয়াড যুক্তরাষ্ট্র এবং আমাদের ঘনিষ্ঠ অংশীদারদের মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মঙ্গলের জন্য একত্রিত হওয়ার একটি উদাহরণ।
কোয়াডের অপরিহার্য গতি এবং গুরুত্বপূর্ণ সম্ভাবনা আছে। প্রাইস টু এএনআই।
কোয়াড হলো অস্ট্রেলিয়া, জাপান, ভারত এবং যুক্তরাষ্ট্রের একটি গ্রুপ। এটি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সার্বভৌমত্ব, সমৃদ্ধি এবং নিরাপত্তা রক্ষা এবং সমর্থনের জন্য ইতিবাচক, ব্যবহারিক সম্পৃক্ততার মাধ্যমে আন্তর্জাতিক নিয়ম এবং বাধ্যবাধকতাবজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।