রসিদপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় সিলেট লেখক ফোরাম’র শোক
সিলেটের রসিদপুর এলাকায় লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক জাকির হোসেন কয়েছ, সাধারন সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, কোষাধ্যক্ষ কাজী মোঃ শফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা কবি সিরাজুল ইসলাম সা’দ, প্রচার সম্পাদক এমদাদুল হক প্রমূখ।
তারা বলেন, এলাকার বিশিষ্টজনদের সাথে নিয়ে রসিদপুরে গোলচত্ত্বর নির্মাণের দাবী সংবলিত স্মারকলিপি প্রায় এক যুগ পূর্বে তৎকালীণ এম.পি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরীর নিকট দিয়েছিলাম আমরা। তিনি সেখানে ইঞ্জিনিয়ার এনে তা পরিদর্শনও করিয়েছিলেন। কিন্তু কোন অদৃশ্য শক্তির কারনে সেখানে গোলচত্ত্বর নির্মাণ বাধাগ্রস্থ হলো তা আমাদের বোধগম্য নয়। তারা অবিলম্বে সেখানে গোলচত্ত্বর নির্মাণ করার জোর দাবী জানান। পাশাপাশি অযোগ্য অদক্ষ ড্রাইভারদের লাইসেন্স অবিলম্বে বাতিলেরও দাবী জানান।