কাজী আ. খ. ম মহিউল ইসলাম-এর কবিতা “ওষুধ কোথা পাই?”
প্রকাশিত হয়েছে | ০১:৪৩, মার্চ ০৭, ২০২১
www.adarshabarta.com
ওষুধ কোথা পাই?
কাজী আ. খ. ম মহিউল ইসলাম
টক-শো তে কদম আলী
বলতো কথা হেসে,
তার মতো সৎ মানুষ
আরেকটা নাই দেশে!
ভালো কথা শুনতে সবার
লাগতো ভালো বেশ,
সবার মনে থাকতো সেসব
কাটতো না তার রেশ।
হঠাৎ করে ব্রেকিং নিউজ
দেখতে পেলাম আজ,
নিউজ তো নয়, মাথার ওপর
পড়লো যেন বাজ!
দেশের টাকা লোপাট করে
বিদেশ যাবার কালে,
কদম আলী পড়ছে ধরা
গোয়েন্দাদের জালে!
যাকে ভীষণ ভালো জানি–
সে তো ভালো নয়!
কেমন সময় করছি যে পার
ভাবতে লাগে ভয়!
মনের মধ্যে ভীষন ব্যাথা,
এর উপশম চাই,
কেউকি আমায় বলতে পারো
ওষুধ কোথা পাই?
লেখক: পরিবার পরিকল্পনা অধিদফতরে সাবেক মহাপরিচালক