প্রচ্ছদ

কেবল বাংলাদেশেই ৪৬০৪ বার ধরন পাল্টেছে করোনা

  |  ১১:৪৯, মার্চ ২৩, ২০২১
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

ধরন বা রূপ পরিবর্তনে বাংলাদেশে রেকর্ড করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গবেষণায় দেখা গেছে, ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কেবল বাংলাদেশেই ৪৬০৪ বার রূপ পরিবর্তন করেছে এই ভাইরাসটি। যার মধ্যে ৩৪টি রূপ সম্পূর্ণ নতুন।

মালয়েশিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই গবেষণাটি চালান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষণার ফলাফল নেদারল্যান্ডসের এলসিভিআর ও ভাইরাল রিসার্স ন্যাদারল্যান্ডস টুডে নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণার নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক আদনান মান্নান।

গবেষণায় দেখা গেছে, দেশে পাওয়া করোনা ভাইরাসের ৪৬০৪টি রূপের মধ্যে বেশি পাওয়া গেছে চট্টগ্রামে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার রূপগুলোর সঙ্গে এর মিল রয়েছে।

দেশে যেহেতু ভাইরাসের নতুন ৩৪টি মিউটেশন পাওয়া গেছে সেজন্য আরও বেশি বেশি গবেষণা করা দরকার বলে জানিয়েছেন প্রফেসর আদনান। এর আগে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার স্ট্রেইনেরও সন্ধান পাওয়া যায় বাংলাদেশে।

সূত্র: ভয়েস অব আমেরিকা