প্রচ্ছদ

জাপানেও ডিজিটাল ভ্যাকসিন পার্সপোর্ট চালু

  |  ১৬:৩৪, মার্চ ২৮, ২০২১
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

ইউরোপিয় ইউনিয়ন, চীনসহ আরও কয়েকটি দেশের মতো এবার জাপানেও চালু হলো ডিজিটাল ভ্যাকসিন পার্সপোর্ট। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম নিক্কেই।

মূলত বিদেশ ভ্রমণ পুনরায় চালু করতে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণকারীদের জন্য একটি শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া হবে। তবে সেটি থাকবে ডিজিটাল মাধ্যমে। অর্থাৎ কাগজের ব্যবহার ছাড়াই করা হবে সব কাজ।

প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ টিকা দেওয়ার সমস্ত তথ্য একটি মোবাইল অ্যাপে লিপিবদ্ধ থাকবে। পুরো ভিসা সিস্টেমটিই ওই মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালনা করা যাবে। এর ফলে কোনো ব্যক্তি বিদেশের বিমানবন্দর কিংবা হোটেলে ঢোকার ক্ষেত্রে টিকা নেওয়ার প্রমাণ হিসেবে ওই অ্যাপটি কাজে আসবে।

এমনকি অ্যাপটিতে বিদেশিদের জাপানে অবস্থান ও ফিরে যাওয়ার বিষয়েও সমস্ত তথ্য লিপিবদ্ধ করা থাকবে। রয়টার্স