প্রচ্ছদ

সিলেট লেখক ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

  |  ১২:২৩, মার্চ ২৯, ২০২১
www.adarshabarta.com

সিলেট অফিস :

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট লেখক ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রিটিশ চ্যারিটি সংস্থা দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের ফাউন্ডার পেট্রন (প্রস্তাবিত), হাজী শেখ তাহির আলী শাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী শেখ আবুল বাশার। ২৭ মার্চ শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জামেয়া ইসলামিয়া দারুল হাদিস মারজান মাদরাসা বাউধরনে মাওলানা শাহ মুহসিন আহমদ মামুরের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন মাদরাসার মুহতামিম মাওলানা শাহ আব্দুল ওয়াজিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জানাইয়া প্রবাসী জুবেদা রইছ আলী ট্রাষ্টের স্থানীয় প্রতিনিধি কাওছার আহমদ, হাফিজ তজম্মুল আলী, মাওলানা বদর উদ্দিন, মাওলানা আছিম উল্লাহ।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ মনসুর আহমদ।
অনুষ্ঠানে মাদরাসার ছাত্র ছাত্রী স্টাফসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।