প্রচ্ছদ

সিলেটের সবকটি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

  |  ২৩:১৯, মার্চ ৩১, ২০২১
www.adarshabarta.com
Dr Yunus

সিলেট অফিস :

করোনাভাইরাস সংক্রমণ রোধে আবারও বন্ধ হলো সিলেটের সবকটি পর্যটনকেন্দ্র। এ তথ্য নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন।

তিনি বলেন, বুধবার সরকার থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। আগামী দুই সপ্তাহের জন্য সরকারী এ নির্দেশনা মোতাবেক পর্যটক কেন্দ্র, হোটেল-মোটেল বন্ধ থাকবে। তবে খাবার রেস্টুরেন্টগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

ট্যুরিস্ট পুলিশের এসপি আলতাফ আরো বলেন, সরকারী নির্দেশনা জেলা প্রশাসনও পাওয়ার কথা। এ নির্দেশনা কেবল সিলেটে নয়, সারা বাংলাদেশে পর্যটন কেন্দ্রগুলোতে দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সিলেট জেলা প্রশাসনের সাধারণ শাখা, কোভিড-১৯ সেল ও মিডিয়া সেলের দায়িত্বে থাকা শাম্মা লাবিবা অর্ণব বলেন, সরকার থেকে ঘোষিত ১৮ দফা নির্দেশনা নিয়ে কাজ করছে জেলা প্রশাসন। তবে পর্যটন কেন্দ্রে নিষেধাজ্ঞার কোনো নির্দেশনা আসেনি। তাছাড়া আংশিক লকডাউনের কোনো সিদ্ধান্তও হয়নি।

তিনি আরো বলেন, গত নভেম্বরে ৫০ ভাগ লোকজন নিয়ে কনভেনশন সেন্টার, কমিউনিটি সেন্টারগুলোতে অনুষ্ঠান করার ব্যাপারে নোটিশ করা হয়েছিলো। সেটি এখনো বহাল রয়েছে।