জামান আহমেদের মৃত্যুতে বরিশাল ডিভিশনাল এসোসিয়েশন অব ফ্লোরিডার শোক
বরিশালের খানবাহাদুর হেমায়েত উদ্দিনের নাতি জামান আহমেদ (৬৫) গত ৩১ মার্চ বুধবার নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। বৃহস্পতিবার ১ এপ্রিল জানাজার নামাজ শেষে লং আইল্যান্ডে মরদেহ দাফন করা হয়। মরহুম জামান আহমেদ দীর্ঘদিন নিউইয়র্ক বরিশাল সমিতির সভাপতি ছিলেন। তিনি একজন জনদরদি, পরউপকারি, সদালাপি সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জামান আহমেদের মৃতু্তে গভীর শোক ও পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন বরিশাল ডিভিশনাল এসোসিয়েশন অব ফ্লোরিডা এর পক্ষে সভাপতি মাহবুবুর রহমান মিলন ও সাধারন সম্পাদক জসিমউদ্দিন। (বাপসনিউজ)।