প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা “বন্ধু আমার স্বজন আমার”

  |  ০৯:২৫, এপ্রিল ০৮, ২০২১
www.adarshabarta.com

বন্ধু আমার স্বজন আমার

সুফিয়ান আহমদ চৌধুরী

চাঁদের হাটে লেখার হাটে
সরব কী যে কবি
পড়ছে মনে অনেক কথা
ভাসছে চোখে ছবি।

কাছের প্রিয় অনেক প্রিয়
অনেক ভালো তুমি
লেখায় ছিলো অন্তরে ছিলো
তোমার জন্মভূমি।

লেখায় তুমি সরব ছিলে
জানতো সেটা সবে
কীর্তি গাঁথায় থাকবে তুমি
অন্তর জুড়ে রবে।

বন্ধু আমার স্বজন আমার
সাহিত্য পাড়ার আলো
শোক সংবাদে ভিজছে চোখ
নেই তো মন ভালো।