প্রচ্ছদ

ভারত থেকে সম্মাননা পেলেন তিন গবেষক

  |  ২২:৩৯, এপ্রিল ২০, ২০২১
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

ভারতের পন্ডিচেরি থেকে গবেষণার স্বীকৃতি পেলেন বাংলাদেশের তিন গবেষক। ভিডিগুড টেকনোলোজি সম্মাননা ২০২১ পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম মাহবুবুর রহমান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষক আকাশ এম সরকার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ তারিকুল ইসলাম। ভিডিগুড টেকনলোজি ফ্যাক্টরি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ প্রকাশ ও বৈজ্ঞানিক গবেষণার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি প্রতিবছর ভারতীয় গবেষকদের পাশাপাশি আন্তর্জাতিকভাবে বিজ্ঞানের বিভিন্ন বিভাগে অবদানের স্বীকৃতি স্বরূপ গবেষকদের সম্মাননা দিয়ে থাকে। নতুন গবেষণার মাধ্যমে মানুষের জীবনকে সহজিকরণের অবদান স্বরূপ এই সম্মাননা দেওয়া হয়। ড. রহমান জীববৈচিত্র ও উদ্ভিদ সংরক্ষণ নিয়ে কাজ করছেন। আকাশ এম সরকার কৃষিবর্জ থেকে টেকসই প্রযুক্তিতে রেয়ন গ্রেড ও কেমিক্যাল গ্রেড পাল্প তৈরীর গবেষক দলের সাথে কাজ করেছেন। এছাড়াও কৃষিবর্জকে লাভজনক ভাবে কাগজ শিল্পে ব্যবহার উপযোগী প্রযুক্তি উদ্ভাবন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়ায়োমিংয়ে পিএইচডি গবেষক হিসেবে কাজ করছেন। ড. ইসলাম বায়োটেকনোলজির মাধ্যমে ন্যচারাল প্রোডাক্ট থেকে ওষুধ তৈরীর উপর গবেষণা করছেন। তিনি ব্রাজিল স্পেন, ভারত ও আর্জেটিনার গবেষণা প্রতিষ্ঠানের সাথে যৌথ ভাবে নেচারলা প্রোডাক্ট থেকে নতুন ওষুধ তৈরীর গবেষণা প্রকল্পে কাজ করেছেন।