তাসকিন-তাইজুলদের অসহায় করে ডাবল সেঞ্চুরির পথে লংকান অধিনায়ক
আদর্শবার্তা ডেস্ক :
ডাবল সেঞ্চুরির পথে লংকান অধিনায়ক।
বাংলাদেশের রান-পাহাড়ে চাপা পড়েও ভালোই জবাব দিচ্ছে স্বাগতিক শ্রীলংকা। পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৫৪১ রানের জবাবে তৃতীয়দিন শেষে শ্রীলংকার সংগ্রহ তিন উইকেটে ৪৪৫ রান।
আর এই সংগ্রহে বড় অবদান লংকান অধিনায়ক দিমুথ করুণারত্নের। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। হাঁকিয়েছেন ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি। এবার লক্ষ্য ডাবল সেঞ্চুরি।মাত্র ১৫ রান দূরে তিনি।
২৪৮ বলে ৮ বাউন্ডারিতে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছছিলেন করুণারত্নে। পরবর্তী ৮৫ রান করলেন ১১৪ বলে।
অর্থাৎ যতোই দিন গড়াচ্ছে বাংলাদেশি বোলারদের নস্যি মনে হচ্ছে তার।
প্রথম ইনিংসে দলকে ভিত গড়ে দিলেন অধিনায়ক।
অবশ্য এজন্য বাংলাদেশ দলের দুর্ভাগ্যও কাজ করেছে। গতকাল ব্যক্তিগত ৮২ রানের মাথায় আউট হতে পারতেন করুণারত্নে।
বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরার কথা ছিল করুনারত্নের। এলবিডব্লিউর জোরালো আবেদন করেও আম্পায়ারের সাড়া পাননি তাইজুল। নিশ্চিত আউট হয়ে বাংলাদেশ রিভিউ না নেওয়ায় বেঁচে যান করুনারত্নে।
বলা যায় আম্পায়ারের ভুলে ও তাইজুল রিভিউ না নেওয়ায় বেঁচে গেলেন লংকান অধিনায়ক করুণারত্নে। আর সেই ব্যাটসম্যানই পরদিন হাঁকালেন সেঞ্চুরি।
চতুর্থদিনে ১টি সফলতাও নেই বাংলাদেশি বোলারদের।
গতকাল ওপেনিংয়ে নেমে হাফসেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নের সঙ্গে জুটি বেঁধে ১০০ রান ছাড়িয়েছিলেন করুণারত্নে।
স্পিনার মিরাজের ঘূর্ণিজাদুতে সেই জুটি ভাঙে। এরপর অশোধা ফার্ন্দান্দো, অ্যাঞ্জেলা ম্যাথিউসের পর ধনঞ্জয়াকে সঙ্গে নিয়ে সাড়ে ৪০০ রান পার করেন করুণারত্নে।
অন্যপ্রান্তের ধনাঞ্জয়াও সেঞ্চুরি পূরণ করেছেন অনেকক্ষণ আগেই। তার লক্ষ্য এখন দেড়শো ছোঁয়া।
এ প্রতিবেদন লেখার সময় শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৪৫ রান। ৩৬২ বল খেলে ১৮৫ রানে অপরাজিত দিমুথ করুণারত্নে। অপরপ্রান্তে ২৫২ বল মোকাবিলা করে ১৩৬ রান করে অপরাজিত ধনঞ্জয়া ডি সিলভা। বাংলাদেশে লিড ছুঁতে ৯৬ রান বাকি মাত্র।