প্রচ্ছদ

সিলেটসহ দেশের অধিকাংশ এলাকায় বজ্রবৃষ্টির আভাস

  |  ১২:৩৬, এপ্রিল ২৪, ২০২১
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

সিলেটসহ দেশের অধিকাংশ এলাকায় ঝড়-বৃষ্টির পাশাপাশি বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সারাদেশে আজ ও কাল দিনের তাপমাত্রা বাড়তে পারে। শুক্রবার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঝোড়ো হাওয়া মানেই ঘণ্টায় ৪০ থেকে ৬০ কি.মি. গতিতে ঝড় হওয়া। কোথাও কোথাও তা কালবৈশাখীতে রূপ নিতে পারে।
পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।