দীর্ঘ লকডাউনের ফল হাতেনাতে, মৃত্যুহীন দিন দেখলো পর্তুগাল
আদর্শবার্তা ডেস্ক :
দীর্ঘ লকডাউনের ফল হাতেনাতে পেয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। দেশটিতে করোনাভাইরাস মহামারি আঘাত হানার পর দ্বিতীয়বারের মতো মৃত্যুহীন দিন পার করেছে পর্তুগাল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে সবশেষ গত বছরের আগস্টের শুরুতে মৃত্যুহীন দিন দেখেছিল পর্তুগাল। দীর্ঘদিন ধরে দেশটিতে লকডাউন থাকার কারণে সেখানে সংক্রমণের হার কমে আসে। যদিও জানুয়ারিতে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল।
মহামারি শুরু হওয়ার পর পর্তুগালে এ পর্যন্ত ১৬ হাজার ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৮ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে করোনা ভয়াবহ আকার ধারণ করেছিল। করোনা রোগী নিয়ে হাসপাতালের বাইরে ভিড় করেছিল অ্যাম্বুলেন্স।
এরপর পরিস্থিতি সামাল দিতে ওই মাসেই লকডাউন দেয়া হয়। তবে ধীরে ধীরে সেই লকডাউন শিথিল করা হয়েছে। এখন স্কুল, জাদুঘর, সেলুন এবং রেস্টুরেন্ট ও ক্যাফে খুলে দেয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, পর্তুগাল এখন সংক্রমণের হার এক শতাংশের নিচে, তাই তারা ‘গ্রিন জোনে’ রয়েছে।
এদিকে পর্তুগালে সেক্রেটারি অব স্টেট ফর হেলথ ডিওগো সেরাস লোপেস বলেছেন, গ্রীষ্মের শেষ নয় বরং শুরুতেই হার্ড ইমিউনিটি অর্জন করতে পারে তার দেশ।
(আরটিভি নিউজ)