প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ১৬

  |  ০৩:০৩, এপ্রিল ২৮, ২০২১
www.adarshabarta.com

রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস,  লাইলাতুল কদরের মাসসুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের সাথে সম্পর্ক বৃদ্বি করাকোরআন স্টাডি করা, বেশিকরে তেলায়াত করাচেষ্টা করা কম করে হলে প্রতিদিন অর্থসহ একটি আয়াত মুখস্ত করা,একটি হাদিস পড়া একটি দোয়া শিক্ষা করা

 

কোরআন

 

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য তিনি মৃত্যু জীবনসৃষ্টি করেছেন। আর তিনি পরাক্রমশালী ক্ষমাশীলও।”(৬৭: )

 

হাদিস

হজতর আবূহুরায়রা রাঃ হতে বর্ণিত নবী করিম সঃ বলেছেনযদি আমার উম্মতের উপর কষ্টনা হত , তাহলে আমি প্রত্যেক সালাতের সময় তাদেরকে অবশ্যই মিসওয়াকের নির্দেশ দিতাম

(বুখারী , মুসলিম )

 

দোয়া

رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

“হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালনপালনকরেছেন।(১৭:২৪ )

 

মোহাম্মদ মখলিছুর রহমান 
লন্ডন