জেবু নজরুল ইসলাম-এর কবিতা ‘অতৃপ্ত মন’
অতৃপ্ত মন
জেবু নজরুল ইসলাম
প্রতিদিন সোনালি বিকালে তোমার জন্য
প্রতিক্ষায় থাকে মন,
বুকের নিতলে উথলে উথলে উঠে
রাগ ভৈরবীর সুর,
ময়ূরীর মতো পেখম মেলে
ছুটে চলি সপ্তাকাশে,
মনে হয় না এই জনমে
তোমার জন্য অপেক্ষার হবে শেষ।
নির্ঝরের ছন্দ একদিন জানি থেমে যাবে
তেমনি থেমে যাবে পাখিদের কলতান,
হিমালয় গলে হবে বরফের নদী,
তবুও তোমার জন্য অপেক্ষায়
থাকবে এই অতৃপ্ত মন।
হয়তো একদিন রজনীগন্ধা ছড়াবে না সুরভী
মাধবী লতা খাবে না বাতাসে দোল,
প্রত্যূষে যাবে না শুনা পাখিদের কূজন
আসবে না বসন্ত আর আমার ভুবনে,
তবুও তোমার জন্য অপেক্ষায়
থাকবে এই অতৃপ্ত মন।
একদিন নিষ্প্রভ হবে কোজাগরী চাঁদ
সূর্যের রশ্মিতে থাকবে না প্রচণ্ড উত্তাপ,
সুনীল আকাশ হবে বিবর্ণ
প্রাণহীন জুঁইয়ের মতো,
তবুও তোমার জন্য অপেক্ষায়
থাকবে এই অতৃপ্ত মন।