স্বাস্থ্যবিধি মানার আহবান সিসিক মেয়রের
সিলেট অফিস :
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সর্তকতার সাথে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম চলছে। টিকা গ্রহণকারীদেরও সংক্রমন এড়াতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে টিকা কেন্দ্রে আসার আহবান জানিয়েছেন সিলেট সিটি কপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে সিসিকের টিকা কেন্দ্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। এসময় তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিসিক ওয়ার্ডে ওয়ার্ডে মাস্ক ও সাবান বিতরণের কাজ পরিচালনা করছে।
সিসিক মেয়র বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে নগরজুড়ে সচেতনতামূলক প্রচারনা কার্যক্রমও চলছে। নগরে ছিটানো হচ্ছে জীবানুনাশক ঔষধ। বিশ্ব স্বাস্থ্য মহামারী
করোনাভাইরাস থেকে নিজেদের রক্ষায় সর্বাত্মকভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে নগরবাসির প্রতি আহবান জানান সিলেট সিটি কপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিক মেয়র জানান, এই পরিস্থিতিতেও সিসিকের নিয়মিত সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নগর উন্নয়নের চলমান কাজও চলমান রয়েছে।
টিকা কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেজিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, মেয়রের সহকারী একান্ত সচিব সোহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ সহ টিকা দান কার্যক্রমের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ।