করোনায় সহায়তার প্রস্তাব দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানাল ভারত
আদর্শবার্তা ডেস্ক :
ভারতে নভেল করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহযোগিতার প্রস্তাব দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ভারত। এ ছাড়া দেশটির পক্ষ বলা হয়েছে, বাংলাদেশ-ভারত একসঙ্গে এই ভাইরাস মোকাবিলা করবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল বৃহস্পতিবার এক টুইটবার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে এ কথা বলে।
ভারতীয় হাইকমিশন জানায়, ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করায় এবং করোনা মোকাবিলায় সহায়তার প্রস্তাব দেওয়ায় ঢাকাকে ধন্যবাদ। বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশে করোনা মোকাবিলায় সহায়তা করবে।
ভারতে করোনার ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতীয়দের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট রয়েছে।
(সূত্র: এনটিভি)।