রামাদানে প্রতিদিন: দিন ১৯
রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস, লাইলাতুল কদরের মাস, সুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের সাথে সম্পর্ক বৃদ্বি করা, কোরআন স্টাডি করা, বেশিকরে তেলায়াত করা।চেষ্টা করা কম করে হলে ও প্রতিদিন অর্থসহ একটি আয়াত মুখস্ত করা,একটি হাদিস পড়া ও একটি দোয়া শিক্ষা করা।
কোরআন
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنْذِرِينَ
“আমি কোরআন নাযিল করেছি,এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী।(৪৪: ৩)
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ
“এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়(৪৪:৪ )
হাদিস
শাদ্দাদ বিন আওস থেকে ৰর্ণিত রাসুলুল্লাহ স: বলেছেন: যে ব্যক্তি দিনে ইয়াকিনের সাথেসাইয়েদুল এস্তেগফার পড়ে এবং সন্ধ্যার আগে মারা যায় সে বেহেশতী হবে এবং যে ব্যক্তিইয়াকিনের সাথে রাত্রে তা পড়ে ও সকালের আগে মারা যায় সে ও বেহেশতী হবে।(বোখারী )
দোয়া
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَفِي عِبَادِكَ الصَّالِحِينَ
“হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতাপ্রকাশ করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতা–মাতাকে দান করেছ এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ন বান্দাদের অন্তর্ভুক্ত কর।”(২৭:১৯ )
মোহাম্মদ মখলিছুর রহমন
লন্ডন